WebExtension.net
WebExtension.net
Toggle dark mode
WebExtension.net
WebExtension.net
Sentinel AI (বাংলা)

Sentinel AI (বাংলা)

View on Chrome Web Store
View Sentinel AI (বাংলা) Chrome Extension on Chrome Web Store
Add to bookmarks
0.0 (0 ratings)
0 views
This extension has been viewed 0 times
0 downloads
This extension has been downloaded 0 times

Data is synced from the Chrome Web Store. View the official store page for the most current information.

This extension is no longer available on the Chrome Web Store. We noticed it was gone on Sep 04, 2025.

কনটেন্ট যাচাই, মিথ্যা শনাক্তকরণ, SCAB/PRIS। প্রতারণা রোধ, লোকাল প্রাইভেসি, এনক্রিপ্টেড প্রমাণ।
Type
Extension
Users
0 users
vince
View author page of vince
Published
Published on September 2, 2025
Version 1.3.0
Manifest version
3
Updated
Updated on September 2, 2025
productivity/tools
Extension Category
View on Chrome Web Store
View Sentinel AI (বাংলা) Chrome Extension on Chrome Web Store
Share This Extension
Share on Twitter
Share on Facebook
Share on LinkedIn
Share on Reddit
Share on Bluesky
Share on Pinterest
Sentinel AI (বাংলা) Chrome Extension Image 1

Description

Sentinel AI হল একটি অত্যাধুনিক Chrome এক্সটেনশন, যা ব্যবহারকারীদের অসুরক্ষিত, বিভ্রান্তিকর, ভুয়া অথবা ক্ষতিকারক কনটেন্ট থেকে রক্ষা করার জন্য তৈরি। এটি নির্বাচিত টেক্সট বিশ্লেষণ করে SCAB (ছয়টি ঝুঁকির ক্ষেত্র) এবং PRIS (মনস্তাত্ত্বিক ও আচরণগত ঝুঁকির সূচক) ব্যবহার করে, সম্ভাব্য প্রতারণা (Scam/Fraud) শনাক্ত করে এবং Google Fact Check API এর মাধ্যমে তথ্য যাচাই করতে সক্ষম।

মূল লক্ষ্য একটাই: 👉 ব্যবহারকারীর কাছে দ্রুত, স্বচ্ছ এবং বাংলা ভাষায় ফলাফল প্রদান, যাতে যে কোনো কনটেন্টের নিরাপত্তা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

🔐 গোপনীয়তা ও প্রাইভেসি • অফলাইন (লোকাল) মোড ডিফল্ট: সব বিশ্লেষণ সম্পূর্ণভাবে ডিভাইসের ভেতরেই হয়। কোনো তথ্য বাইরের সার্ভারে যায় না। • হাইব্রিড (Hybrid) মোড (ঐচ্ছিক): শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বা সংস্থা চাইলে সক্রিয় করা যায়। এ ক্ষেত্রে কনটেন্ট প্রি-প্রসেসিং ও সংবেদনশীল তথ্য মুছে ফেলার পর সীমিত আকারে পাঠানো হয়। • ব্যবহারকারীর নিয়ন্ত্রণ: কোন তথ্য সংরক্ষণ করবেন, কোন মোড ব্যবহার করবেন, সব সিদ্ধান্ত আপনার হাতে। • এনক্রিপ্টেড এক্সপোর্ট: ব্যবহারকারীরা চাইলে প্রমাণ (Evidence) নিরাপদ JSON ফরম্যাটে রপ্তানি করতে পারবেন।

📊 SCAB — ছয়টি ঝুঁকির ক্ষেত্র

Sentinel AI কনটেন্ট মূল্যায়ন করে SCAB নামক ছয়টি মূল সূচকে: 1. S (Security / নিরাপত্তা) → AI-কে মানুষ হিসেবে উপস্থাপন করা, আবেগ/ইচ্ছা আরোপ করা, বা নিরাপত্তা ভাঙার ইঙ্গিত। 2. C (Coherence / সামঞ্জস্য) → অসামঞ্জস্য, অযৌক্তিক তথ্য, গুজব বা ভিত্তিহীন দাবি। 3. A (Abuse / অপব্যবহার) → সহিংসতা, অস্ত্র, বোমা, আত্মহত্যা বা ক্ষতিকারক নির্দেশনা। 4. B (Boundary / সীমারেখা) → নীতিমালা ভাঙা, সিকিউরিটি বাইপাস, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং। 5. E (Ethics / নৈতিকতা) → ঘৃণা, বৈষম্য, ট্রোলিং, অপমানজনক ভাষা। 6. G (Generation / উৎপাদন) → ভুয়া খবর, হ্যালুসিনেশন, তথ্য বিকৃতি, ভুয়া সংখ্যা।

SCAB স্কোর → ০–১৮ এর মধ্যে নির্ধারিত হয়। • ০–৬ → নিরাপদ • ৭–১২ → সতর্ক • ১৩–১৮ → উচ্চ ঝুঁকি

🧠 PRIS — মনস্তাত্ত্বিক ঝুঁকি সূচক

PRIS (Psychosis Risk Indicators in Sentences) ব্যবহার করে টেক্সটে থাকা ঝুঁকিপূর্ণ মনস্তাত্ত্বিক ধাঁচগুলো শনাক্ত করা হয়: • Paranoia (প্যারানয়া) → “আমাকে নজরদারি করা হচ্ছে”, “চিপ বসানো হয়েছে”, “ওরা আমাকে অনুসরণ করছে”। • Delusions (ভ্রান্তি) → “আমি ঈশ্বর”, “আমি মসিহ”, “আমাকে কেউ থামাতে পারবে না”। • Manipulation (প্রভাব/প্রতারণা) → Gaslighting, Love Bombing, ভয় দেখানো, মানসিক চাপে ফেলা। • Radicalization (উগ্রপন্থা) → সহিংসতা, ঘৃণার প্রচার, উস্কানি। • Loops (আসক্তি) → অন্তহীন স্ক্রল, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার। • Emotional Abuse (আবেগিক নির্যাতন) → গালি, হুমকি, অপমান। • Data Boundaries (ডেটা সীমা) → পাসওয়ার্ড, OTP, সিড ফ্রেইজ, প্রাইভেট কি চাওয়া।

PRIS স্কোর → ০–১০০ • ০–৩০ → নিম্ন ঝুঁকি • ৩১–৬০ → মাঝারি ঝুঁকি • ৬১–১০০ → উচ্চ ঝুঁকি

⚠️ প্রতারণা ও জালিয়াতি শনাক্তকরণ

বাংলা ভাষায় অত্যন্ত বিস্তৃত শব্দ ও বাক্যতালিকা ব্যবহার করে প্রতারণামূলক কনটেন্ট শনাক্ত করা হয়। উদাহরণ: • আর্থিক: “দ্রুত ধনী হোন”, “কোনো ঝুঁকি ছাড়াই বিনিয়োগ”, “১০০% প্রফিট গ্যারান্টি”। • ব্যাংক/KYC: “আপনার অ্যাকাউন্ট স্থগিত হবে”, “OTP শেয়ার করুন”, “ভেরিফাই করুন এখনই”। • ফিশিং: “এখানে ক্লিক করুন”, “লগইন করুন”, “সন্দেহজনক লিংক”। • ক্রিপ্টো/NFT: “এয়ারড্রপ”, “প্রি-সেল”, “Seed phrase দিন”। • ক্লাসিক প্রতারণা: “নাইজেরিয়ান প্রিন্স”, “লটারি জিতেছেন”, “উত্তরাধিকার দাবি করুন”।

যদি একাধিক সিগন্যাল মেলে, ব্যবহারকারী সতর্কবার্তা পান:

⚠️ সতর্ক থাকুন: এই কনটেন্টে প্রতারণার ঝুঁকি রয়েছে। যাচাই না করে কোনো তথ্য প্রদান করবেন না।

🕵️ Fact Check + মিথ্যা শনাক্তকারী • Google Fact Check API ব্যবহার করে তথ্য যাচাই। • ব্যবহারকারী টেক্সট নির্বাচন করে → “Fact Check” চাপলে ফলাফল পাওয়া যায়। • যাচাই করা মিডিয়া হাউস থেকে রেটিং (True/False/Misleading) দেখানো হয়। • মিথ্যা শনাক্তকারী বিশেষভাবে এমন দাবিগুলো আলাদা করে, যেগুলোতে ভুয়া/অসত্য/ভিত্তিহীন রেটিং পাওয়া গেছে।

🎨 ইউজার ইন্টারফেস • সহজ পপআপ উইন্ডো → স্ক্যান, তথ্য যাচাই, মিথ্যা শনাক্তকারী। • অগ্রগতির বার → স্ক্যান চলাকালে রিয়েল-টাইম প্রগ্রেস দেখায়। • ফলাফল প্রদর্শন → SCAB/PRIS স্কোর, ফ্ল্যাগ ও কারণ। • ফ্লোটিং বোতাম → যেকোনো ওয়েবপেজে সরাসরি ব্যবহারের সুবিধা। • রিপোর্ট এক্সপোর্ট → প্রমাণ JSON আকারে ডাউনলোড।

👨‍👩‍👧‍👦 শিক্ষা ও পরিবারে ব্যবহার • অভিভাবক → PIN দিয়ে সেটিংস লক করতে পারেন। • শিক্ষক → অফলাইন মোড ব্যবহার করে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। • শিক্ষার্থী → নিরাপদে AI ও ওয়েব ব্যবহারের নিয়ম শিখতে পারেন। • সংস্থা → নীতি-নির্ভর নিয়ন্ত্রণে টিম প্রটেকশন।

🌍 কম্প্যাটিবিলিটি • Chrome ও অন্যান্য Chromium ব্রাউজারে কার্যকর। • মাল্টি-ল্যাঙ্গুয়েজ সাপোর্ট (বাংলা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, ফরাসি, চীনা ইত্যাদি)। • হালকা ও দ্রুত।

🛡️ অনুমতি ও জাস্টিফিকেশন • storage → লোকাল সেটিংস সংরক্ষণ। • activeTab → শুধুমাত্র ব্যবহারকারীর নির্বাচিত টেক্সট পড়তে। • scripting → স্ক্রিপ্ট ইনজেক্ট করে টেক্সট সংগ্রহ ও ফলাফল প্রদর্শন। • host_permissions → • https:/// → যেকোনো ওয়েবসাইটে ব্যবহারকারীর নির্বাচিত টেক্সট বিশ্লেষণ। • https://factchecktools.googleapis.com/* → Google Fact Check API কল।

✅ উপসংহার

Sentinel AI (বাংলা) হল একটি অল-ইন-ওয়ান নিরাপত্তা এক্সটেনশন, যা: • কনটেন্ট স্ক্যান করে SCAB/PRIS স্কোর দেয়। • প্রতারণা/ফিশিং শনাক্ত করে। • Google Fact Check API দিয়ে তথ্য যাচাই করে। • গোপনীয়তা রক্ষা করে (ডিফল্টভাবে অফলাইন প্রসেসিং)।

এটি শিক্ষার্থী, পরিবার, শিক্ষক, গবেষক ও সাধারণ ব্যবহারকারীদের জন্য ডিজিটাল নিরাপত্তার ঢাল।

📌 সংস্করণ: 1.3.0 📌 ভাষা: বাংলা 📌 লাইসেন্স: বিনামূল্যে (কিছু প্রিমিয়াম অপশন ভবিষ্যতে) 📌 ডেভেলপার: Sentinel AI Project

© 2026 WebExtension.net. All rights reserved.
Disclaimer: WebExtension.net is not affiliated with Google or the Chrome Web Store. All product names, logos, and brands are property of their respective owners. All extension data is collected from publicly available sources.
Go to top